এই দেহ, এই প্রাণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এই দেহ, এই প্রাণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ১১-০৪-২০২৪ ইং
***********************************
এই দেহ প্রাণটারে কত ভালবাসি,
ক্ষণিক পৃথিবীর বুকে কত হাসিখুশী।
এই দেহ এই প্রাণ একদিন উড়ে যায়,
সে নাহি রবে আর পৃথিবীর ছায়ায়।
দুনিয়ার মোহে পড়ে কেটে যায় বেলা,
তবু নাহি হুশ হয় করে হেলা ফেলা!
মুমিনের মুখে হাসি জয় আর জয় !
মুক্তির ফসল ফলে নাহি তার ক্ষয়।
এই দেহ এই প্রাণ কভূ নাহি গায় গান,
এই সব ক্ষণিকের মুসাফির মেহমান।
---------------------------------------
১১-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।