শিক্ষিত ভিক্ষুক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শিক্ষিত ভিক্ষুক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ১১-০৪-২০২৪ ইং
***********************************
শিক্ষিত ভিক্ষুক করতে এল লুটপাট !
নাহি ঢর নাহি ভয় দেখি তারে পথঘাট!

ঘুষ খায় অফিসে তুঙ্গ তরঙ্গ!
লুটপাটের মহানিশা লাজহীন উলঙ্গ।
উঁচু স্বর কথা কয় দুর্বল করে নিঃস্ব
এমন ভিক্ষুক কোথাও নাই গ্রাসে যায় বিশ্ব!

এ শিক্ষা আলোহীন চোর ডাকাতে ভর্তি.
চৌদিকে ল্যাংটা কুকুর করে যায় ফুর্তি।
শিক্ষিত ভিক্ষুক ডুবিল রে যাত্রী
বাংলার আকাশে আমবস্যার রাত্রি!

গরিব চুষে রক্ত খায় ক্ষমতার ধরনী,
কলমের হুঙ্কারে কেপে উঠে তটনী।
------------------------------------


১১-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০৪-২০২৪ ০৯:০৫ মিঃ

সুন্দর লিখেছেন প্রিয়
শুভ কামনা