নবীন শক্তি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নবীন শক্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১২-০৪-২০২৪ ইং
***********************************
এই যে শক্তি, এই যে বল, এই যে জাতির ফুল !
ওই সৌরভে চেয়ে আছি দিবে কবে বল ?

তোমার সুবাস উধর্ব গগণ র্ঘর্ণি ঝড়-বাদল!
আঁধার রাতের পূর্ণি আলো অসীম ছায়া তল।
তবে কেন দিশেহারা- লক্ষহারা প্রাণ ?
কিসের আশায় কিসের নেশায় হওরে নতজান !

এই যে শক্তি, এই যে বল, এই যে জাতির ফুল
জেগে উঠো প্রভাত রবি এই পৃথ্বীতল।
তোমরা জাতির ভাগ্যনিশান নবীন শক্তি দল
স্বপ্নগুলো স্বর্গে উঠে সুখের অশ্রু-জল।

লক্ষ্য তোমার অটুট থাকুক স্বপ্ন রাজির ফুল,
সর্বগ্রাসী মাদক নেশায় করনা পথ ভুল।
আঁধার রাতে তরুণ আলো নবীণ শক্তি তুমি
অযূত স্বপ্নের সোনালী কিরণ - এ নশ্বর ভূমি।
------------------------------------------


১২-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।