ডানা মেলে যাও যদি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ডানা মেলে যাও যদি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১২-০৪-২০২৪ ইং
***********************************
তুমি হবে জাতির আলো সকাল বেলার রবি,
আঁধার কেটে জাগবে তুমি এঁকে রঙিন ছবি!

মেঘ মালার আগে উঠবে তুমি জেগে;
ঘূর্ণি তুফান ঝড় বাদল যদি আসে রেগে ।
বলবে তুমি,আগুন আলোয়, জ্বলে তুমি থাক,
ধবংস তুফান যতই আসুক নিভে যাবে না ক !

তুমি যদি না জাগো-কেমনে দিবস হবে ?
অন্তঃ রবি জাগে যদি জাতি হাসবে তবে!
প্লাবন আসার আগে যদি উঠ পর্বত -চূড়ে,
অসূর শক্তি উপর হতে পারবে দিতে মুড়ে।

ডানা মেলে যাও যদি বিশ্ব ভুবন ছড়ায়—
বলি আমি শক্তি তুমি-কে আছে হারায় ?
-----------------------------------------


১২-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।