দামাল ছেলের প্রলয় ঝড়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দামাল ছেলের প্রলয় ঝড়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
***********************************
ওরে তোরা জয়বাংলা জয়ধ্বনি কর !
শেখ মুজিব ডাক দিয়েছে তুলরে বৈশাখ ঝড়!

তুলরে প্রলয় বিজয় নেশায় দামাল ছেলের দল,
গঙ্গ পারে তুলরে তুফান চাঙ্গা মনোবল।
ওরে তোরা জয়বাংলা জয়ধ্বনি কর,
শেখ মুজিব ডাক দিয়েছে দেশটা স্বাধীন কর!

আলবদর- আলসামস -রাজাকারের দল
দেশদ্রোহীর মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর
ওরে তোরা চল, মুক্তি যুদ্ধে চল---
ডাকেছে ওই মুক্তিযোদ্ধা লাল সবুজের তল
ওরে জয়বাংলা জয়ধ্বনি কর,ওরে তোরা চল-

বিজয় কেতন মুক্তিযুদ্ধে অনেক রক্তের পর!
দামাল ছেলের প্রলয় ঝড়ে স্বাধীন অতঃপর !
------------------------------------------


১৩-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।