ছিঃ ছিঃ চোর তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ছিঃ ছিঃ চোর তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
*******************************
কত টাকা বেতন পাও হাজার ত্রিশ মোটে!
কি করে থাক তুমি এত দামী প্লাটে ?
এত বাড়ী এত গাড়ী কেমন করে আসে ?
এত প্লট চারিদিকে আঁধার রাতে হাসে !
হও তুমি অতিথি দান-অনুদানে-
কত টাকা বেতন পাও বল কানে কানে?
তুমি একটা কেরানী বল একটু ভেবে,
আছে কি টাকার খনি এমনি তোমার হবে?
লোকে বলে ঘুষ ছাড়া এত টাকা হয়নি
লুটে পুটে তুমি আজ কোটিপতি জানি।
দেশদ্রোহী কুলাঙ্গার এই মাতৃভূমি,
ছিঃ ছিঃ চোর তুমি ! জানো কি তুমি?
দুর্ণিীতিবাজ বললে গায়ে লাগে কেন?
কত টাকা বেতন পাও হাজার ত্রিশ যেন !
--------------------------------------------
১৩-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।