মূর্খ দলের ঝড় উঠেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মূর্খ দলের ঝড় উঠেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
*******************************
মূর্খ দলের ঝড় উঠেছে, ঢেউ লেগেছে কূলে,
পাতি নেতা হাক হেনেছে.সুধীর নৌকা দুলে।
জ্ঞানী গুনি বলে বলে লজ্জা দিচ্ছেন কেন ?
নেতার পরে পাতি নেতা আরো ঝটলা হেন !
অর্থ ছাড়া শুন্য তুমি বলব আর কি তা,
দেখছি এখন জীবনটাই ক্ষমতা ছাড়া বৃথা।
ওমুক নেতার চমচা হলে গলায় উঠে মালা,
মূর্খ দলের ঝড় উঠেছে, প্রাণে বাড়ায় জ্বালা।
জ্ঞানী হলে আপদ বিপদ ওরে রাজ্যের কাজী,
সমাজ এখন চোর চুট্টার বলব কি আর আজি।
নম্র ভদ্র মানুষ এখন নতশির কাবু !
মূর্খ দলের ঝড় তুলেছে,নাটের গুরু বাবু।
বেগম পাড়া, বেগম পাড়া হিসাব কর পিছে,
মনুষ্যত্ত্ব ধবংসের মুখে এই কথা কি মিছে?
------------------------------------------
১৩-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।