হঠাৎ ধনী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হঠাৎ ধনী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
হঠাৎ ধনী গর্জে কয় জ্ঞানী গুনি দেখে,
তোরে কি আর আমার মত সমাজ নেয় ডেকে?
ক্ষমতা আর অর্থ দিয়ে নিয়েছি কিনে বায়ূ,
ঘুষের টাকায় সুঠাম করে পেশী আর স্নায়ু।
এখন আমি কোটি পতি এই সমাজের রবি,
সমাজ সেবক দানবীর নব্য নেতার ছবি !
হঠাৎ ধনী চাঁদের আলো কে আমায় ধরে আর!
বলব যা তাই হবে কে আবার কর্ণধার ?
অর্থ দিয়ে সন্মান কিনি নাহি কোন ডর ভয়!
আমার কথায় উঠে বসে যাই বলি তাই কয়।
শিক্ষিত জ্ঞানী গুনীর আছে কি আর কোন দাম?
অনৈতিক অর্থ বৈভব ক্ষমারই ধরাধাম।
--------------------------------------------
১৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।