নব বর্ষের শুভেচ্ছা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নব বর্ষের শুভেচ্ছা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
বৈশাখ এল হে- নব ঊষায় শুরু হল,
ভোর হল ডোর খোল, নব তরীর পাল তোল।
ভুলে যাও ব্যর্থতা, অতীতের কোলাহল,
খুলে দাও পিঞ্জর নব আশায় দলবল।
হিংসে বিদ্বেষ চরণ তলে পিষ দাও মুড়ে দাও
সাম্যের দ্বার খুলে মুক্তির ডাক দাও
নব আলো ভরে উঠুক আনন্দ উৎসবে
!!নব বর্ষের শুভেচ্ছা !!
নবীন আলোর সৌরভে!বিজয়ের গৌরবে।
-------------------------------------------


১৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।