তুমি যে আজানার যাত্রী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি যে আজানার যাত্রী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
এই স্পন্দিত প্রাণ, এই চঞ্চল দেহ দিবে গো সাঁতার
এই নশ্বর দিবে গো পার,ওই অবিনশ্বর - প্রান্তর।
এতো কোলাহলের দুনিয়ায় ফুরায়ে যাবে বেলা,
এই আপনজনই ভাসায়ে দিবে অনন্তের ভেলা।
তারপর আর কেউ নিবে না খবর -ওই কবর !
তুমি একাকী নির্জনে চির সায়িত হবে অন্ধকার!!
তুমি যে আজানার যাত্রী হে প্রাণ,
কোন তীরে ভিড়াবে তরী জান কি তার স্থান?
এই যে অনৈতিক, এই যে দম্ভভরা আনন্দ
এই সবই হবে বাঁধা. এই সবই হবে দ্বন্দ্ব !
ওইদিন তুমি পড়বে ধরা আপনার তৈরী ফাঁদে!
তারা ব্যতিত ,যারা হকের বিধান শক্ত করে বাঁধে।
এক নিমেষেই এই স্পন্দিত প্রাণ হবে গো বন্ধ!
এই নশ্বর দিবে গো পার অসীম গানের ছন্দ।
---------------------------------------------


১৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।