নৈতিক শিক্ষাই মুক্তির পাঞ্জেরী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নৈতিক শিক্ষাই মুক্তির পাঞ্জেরী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*****************************
নৈতিশিক্ষা যদি সন্তান ঘরে না পায়,
সে পাবে না খুঁজে মুক্তির পথ এই বসূধায়।

চৌদিকে আসবে ধেয়ে অসুরের ঝড়!
প্রতিরোধের শক্তি হারাবে সে অতঃপর।
সে হবে তাগুদের সঙ্গী পৃথিবীর দশমন,
তুমি হবে লাঞ্চিত, অপমানিত প্রতিক্ষণ।

শিক্ষার জন্য যদি না কর বাক্যব্যয়,
সন্তান হবে বোঝা উঁচু পর্বতের ন্যায়।
তোমার হাতেই মশাল,দাও তারে ধরে
আঁধার পথ চিনে সে যেন যেতে পারে।

নৈতিক শিক্ষাই মুক্তির পাঞ্জেরী-আলোকিত পথ,
সন্তান হবে না কভূ তাগুদের কান্ডারী এই জগৎ।
-----------------------------------------------


১৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।