মানবতা উদিলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মানবতা উদিলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ১৫-০৪-২০২৪ ইং
*********************
মানবতা উদিলে মুক্তি আসিবে ফিরে- নশ্বরে,
কেউ আর কাঁদিবে না দিগন্ত পারে অশ্রু ঝরে।
তোমার বক্ষের কাছেই মানবতা জেগে আছে,
যদি তুমি বুঝ তারে ,ফুল ফুটিবে গাছে গাছে।
বলেছিলে আসিবে ফিরে অরণ্যশাখার বাহুজলে,
উড়ার করে দিবে প্রাণ মুক্তি যু্দ্ধের কোলাহলে।
তাইতো অযূত স্বপ্ন বুঁনেছি তৃণঘন শিশির -উজ্জ্বল
তুমি প্রদীপ জ্বালাবে ঘন কালো দ্বীপের নিকুঞ্জতল।
এখনো জেগে উঠেনি ওই সূর্ঘ্ মুক্তির সংগীতে,
তুমিই পার জাগাতে সোনালী রবি এই ধরনীতে।
দুঃখী মানবের মুক্তি চাই প্রতিটা প্রহরে প্রহরে,
তুমি কি উদিবেনা ঘন কালো গগণের পরে?
-------------------------------------------
১৫-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।