হে কোরআনের পাখি সব
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে কোরআনের পাখি সব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
ভূ-মন্ডলে কোরআনের ধ্বনি উঠুক বাজি,
ছুঁয়ে যাক নূর আলো আঁধার পরে আজি।
নূর নবীর সুর বাজুক অন্তর বাঁশিতে,
শির হতে শিরে সত্য থাকুক ভাসিতে।
তাগুদের ধ্বংস ওই শুনেছি, ওই দেখেছি
মুমিনের প্রাণ ওই জেগেছে , ওই ছুটেছে।
শান্তির পতাকা ওই উঠেছে দুলে দুলে
বিজয়ের গান ওই বেজেছে দ্বার খুলে-
কোরআনে সুর বাজে যে ধরণীতে
সেখায় ভয় কিসের অট্টহাসিতে ?
হে মুসলমান, হে কোরআনের পাখি সব,
ওই উঠেছে বিজয় কেতন নূর আলোয় নব।
--------------------------------------
১৬-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।