সত্যের আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সত্যের আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
এ বুকের ভিতরে যে মাংস পিন্ড,
সে তোমার মুক্তি কিংবা দন্ড।

তারে যদি সদা দূষণ মুক্ত রাখ,
তুমি হবে না কভূ পথভ্রষ্ট, তা দেখ,
এ দূষণ ক্ষতিকর মুক্তির জন্য
তারে যতনে আপনারে কর ধন্য।

যে হৃদয়কে পরিস্কার রাখতে জানে,
সে হয় মুত্তাকী পরহেজগার ঈমানে।
ক্বালবকে কখনো নাহি মারো দুষণে,
সত্যের আলো ঢুকাও প্রভূরে স্মরণে।
--------------------------------


১৬-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।