প্রশংসা কর হে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রশংসা কর হে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
ক্ষমা করে দাও হে পৃথিবীর সকল আপন -পর,
এ প্রাণ বড় ক্ষণিক তরে এসেছে ধরণী তর ।
আমি যেথাকার যাত্রী, তুমিও সেথাকার,
এখানে ইয়ানাফসি ইয়ানাফসি প্রহর প্রহর!
মৃত ব্যক্তিকে গালি দিও না সুখদুঃখভার,
তার ব্যাপারে খারাপ কথা বল না - এ নশ্বর !
এখন সেই ঐর্শ্বযরাশি নাই তাঁর হাতে,
এখন শুরু হয়েগেছে কর্মফল কবরেতে!
প্রশংসা কর হে - জান্নাত যেন ওয়াজিব হয়,
মৃতের নিন্দা করলে বড় ভয় ! বড় ভয়!
জাহান্নাম ওয়াজিব হয়-
এ পৃথিবী তার সৎ বা অসৎ কর্মের চিত্র !
সুতরাং প্রার্থ্না কর হে, সে যেন হয় প্রভূর মিত্র।
--------------------------------------
১৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।