জনতার ফুল ঝরে যায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জনতার ফুল ঝরে যায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
চারিদিকে ক্ষমতার প্রমোদে পূর্ণ্ হুলস্থুল!
জাতির আর্তনাদ কেউ শুনে না জল-স্থল।
শরীরের পোশাকে পোশাকে অমৃত মাখা,
কথিত নেতাদের অর্থ্ বৈভবের বহ্নি শিখা !
শুভ্র চোখটা ধূসর কালো চশমায় ঢাকা,
অসুরের যত চিহ্নগুলো চলনে বলনে আঁকা।
সেবকের আড়ালে জাতিরে করছে বিকল,
রক্ত চুষে খাচ্ছে ঠিক জোঁকের মত অবিকল।
এই হল আজিকার কর্ণধার দেশ প্রেমিক,
জনতার ফুল ঝরে যায় তবু ওদের সবঠিক।
একজন নেতা চাই ঠিক বজ্রকন্ঠির মত- সতত!
নির্ভয়ে যে বিজয় কেতন উড়াবে চির- শ্বাশত।
---------------------------------------
১৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।