=তুমি আসলে=
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
ভুল করে এই রেখো আমায়, তোমার মনের ঘরে,
কি পেয়েছো? হিসেবের খাতা শূন্য রইল পরে!
ফিরে এসো বুকে আমার-
কোন লোভে আর কীসের আশায়
ঘুরছ বনে অথৈ সাগর জলে।
কুল কিনারা নাই ঠিকানা-
ভুল পথে রথ খোঁজে বেড়াও
সাজবে জীবন আসলে তুমি চলে।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১৯ বৈশাখ ১৪২৪, ০২ মে ২০১৭
১৮-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।