গাছ লাগাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
গাছ লাগাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
যদি নিশ্চিত হও আগামী দিনে কেয়ামত হবে,
সতেজ বৃক্ষের বীজ কিংবা চারা রোপন কর ভবে।
গাছ লাগাও, চাষাবাদ কর দিবস কিংবা রাত্রি,
এ যে সাদাকায়ে জারিয়া ওরে মুমিন, ওরে যাত্রী !
ফলদ- বনজ- ভেষজ তোমারই মু্ক্তির গান,
হে মুমিন, তোমারে করেছে প্রিয় নবী আহবান।
এ গাছ হতে যত পশু পাখী কিংবা মানবে খাবে,
সাদাকায়ে জারিয়া রূপে কাল হাশরে তুমি পাবে।
----------------------------------------
১৮-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।