প্রেমের অধিকার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমের অধিকার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
সৃষ্টি স্রষ্টার প্রিয় -ওরে মুমিন,ওরে ঈমানদার,
ওদের প্রতি উত্তম ব্যবহার করিও বিপুল সম্ভার।
যদি তুমি হতে চাও তাঁর প্রিয়, নশ্বর ঘূর্ণিপাকে,
সৃষ্টির প্রতি উত্তম ব্যবহার করিও অন্তঃলোকে।

যদি তুমি মুছে দাও মানবের শোক- দুঃখ!
প্রভূর দিবে না তোমায় বিরহের অশ্রুচোখ।
দিগন্তের পারে দিগন্তরে
মানবই রচিছে মুক্তির কবিতা পৃথিবীর তরে।

দুর্দশা ও দুর্গতি হতে মানুষই করছে নিবারণ!
মানুষই বাড়িয়েছে সন্ধির হাত বিপদের ক্ষণ।
উত্তম ব্যবহারই এনে দিয়েছে অদৃশ্য উপহার;
সৃষ্টির প্রতি মানবেরে দিয়েছে প্রেমের অধিকার।
----------------------------------------


১৮-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।