অন্তরকে জিজ্ঞাসা কর হে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অন্তরকে জিজ্ঞাসা কর হে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
এ অন্তরকে জিজ্ঞাসা কর হে মানব,
পাপ কিংবা পুণ্য কি বলেছেন কল্বব!
যে চিন্তা বা কাজ অন্তরে প্রশান্তি আনে,
তা- ই পুণ্য বলে মুমিনের প্রাণ জানে।

যদি অনুভব কর হে উৎকণ্ঠা অশান্তি ছটফট,
বুঝে নিও পাপের তরঙ্গে ছুটেছে তরী পথঘাট।
খটকা লাগে, ভয় দিবে তারে হানা,
মহর প্রাণে ছুটে যাবে তাগুদের কারখানা।

অন্তর হতে যদি জেগে উঠে সুন্দর কাজ,
ভেবে নিও আঁধার কেটে উঠবে পুণ্য তাজ!
এ অন্তরকে জিজ্ঞাসা কর হে মানব,
কোন কাজে দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা সরব!

তাঁর কাছে যেটাই অপছন্দ- সেটাই গুনাহ !
যেটাই প্রশান্তি সেটাই পুণ্য- বলেছেন রাসুল্লাহ (সাঃ)।
--------------------------------------------


১৮-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।