তোমরা যে ভাই ভাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমরা যে ভাই ভাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
এসো হে এসো মুমিনগণ শান্তিরে বরণে,
নিরাপদ কর অন্যের জান- মাল ভুবনে।

শ্রদ্ধা কর বিপুল তব ভালবাসার স্নেহে,
তোমার হাত মুখ হতে কেহ যেন না দহে!

তবে তুমি হে মুমিন আলোর কিরণ চুমি,
নিজের যা পছন্দ অন্যর জন্য কর ভূমি।

বিশ্বাসী বিশ্বাসী ভাই শুভ্রতার ফুলে ফুলে,
কুফরী ফুল যেন না ফোটে কূলে কূলে।

করিওনা ফ্যাতনা ফ্যাসাদ হে মানব জন,
ওহে তোমরা যে ভাই ভাই -হে মুমিনগণ!
-----------------------------------------


১৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।