এসো হে মশাল নিয়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এসো হে মশাল নিয়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
এসো হে এসো হে মানব শুভ্র হৃদয়ভরা,
এসো হে শুধে দাও শ্রমিকের মুজরি ধরা।

এসো হে মশাল নিয়ে নিবিড় অন্ধকারে,
বেয়ে যাও উথরোল তরী শান্তির সাগরে।
সর্তক হও বাতিল যেথায় দোযখের সাথি
সেথায় তুমি ছড়ায়ে দাও হকের জ্যেতি!

পক্ষপাত কর না কভূ বিচারিক আসনে,
নিজে যা পড় পরকেও তা দাও যতনে।
অধিনস্তদের ন্যায্যতা দাও আলোক সম্ভার,
ঘাম শুকাইবার আগে শুধে দাও পওনাদার।

এসো হে মশাল নিয়ে অন্ধকার ধরা তরে,
ন্যায় বিচারক হও উঁচু নীচু ভেদ না করে ।
------------------------------------------


১৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।