নারীর মর্যাদা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নারীর মর্যাদা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
হে নর,নিষ্ঠুর আচরন কর না নারীরে,
কোমল প্রাণে ভালবাসো তারে- নশ্বরে।
প্রভূ সর্তক করেছে এ ব্যাপারে-তোমারে
ইস্পাত কঠোর হলে ফুটবে না ফুল বাহারে।
নরের অধীনস্তে নারীর মর্যাদা এ ভুবন,
নায্য অধিকার কষে দিও দাম্পত্য জীবন।
আশু কল্যাণে ভালবাসো নারীরে টানি,
সে নহে কভূ দাস এ সংসার ধরণী !
জেনে রেখ তারও রয়েছে অধিকার সম,
নশ্বর জীবনে সে শুন্যতার পূর্ণতা মম ।।
যে বুঝিয়াছে নারীরে জগেতের আলো,
সে দিয়েছে অধিকার ভাসিয়াছে ভালো।
----------------------------------------
১৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।