সঙ্গহীন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সঙ্গহীন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
এ যে এক চিরন্তনবাণী,
যার অপরাধ তারই তরে এ সত্য জানি।

কেউ নিবে না দায়ভার, কেউ বলিবে না,
কেউ আসিবে না-
আপন কর্মে আপনাই দায়ী, কেউ বুঝিবে না,
পুত্র চিনিবে না পিতারে,পিতাও চিনিবে না
গাইবে না হিয়ারে-ওইদিন হাশরে
আপনার অপরাধে অপরাধী চিরতরে।

অপরাধী সঙ্গহীন হবে অনন্ত ময়দানে-
ফিরে এসো শুভ্র আলোয় মুক্তির সন্ধানে।
-------------------------------------


১৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।