কোন ভেদে নেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কোন ভেদে নেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
মানুষ মানুষে কোন ভেদ নেই ওহে,
মানুষই মানুষেরে করেছে ভেদ মোহে!
কে ধবল কে কালো সে নহে পরিচয়,
ভিতরে বহে রাঙা সম এই শরীরময়।
বিভেদ তব জাতি দেশে যেতেছে ডাকি,
তাগুদের চ্যালা আজি মুদেছে আঁখি!
সত্যের আলো নাহি মা্নবের ভূমি,
এই কোন জাহেলী যুগে পথিক তুমি?
হে মানব, হে প্রিয়- হে প্রিয়তম,
যে প্রভূরে ভালবাসে সে শ্রেষ্ঠতম।
মানুষের উপর মানুষের নাই শ্রেষ্ঠত্বের অঙ্গলি!
একই প্রভূর গোলাম সবে এই নশ্বর ধূলো-বালি।
------------------------------------
১৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।