ভাইরাল ক্যান্সার
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ভাইরাল ক্যান্সার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
সভ্যতার দিকে খেয়াল নেই সব ফেলে দিয়ে,
প্রজম্ম ছুটিছে ভাইরাল ক্যান্সারে ভঙ্গুর হয়ে!
আলোক ছন্দ গীত সব ভুলে গিয়ে,
দিনরাত ইথার প্রণয়ে- প্রিয়- প্রিয়ে!
এক আজব নেশায় ডুবিছে সন্ধ্যা কিরণে!
ভাইরাল ক্যান্সারে প্রজন্ম ছুটিছে মরনে।
সভ্যতা গিয়েছে থেমে অসুরের ছোবলে.
নিলর্জ্জ ভঙ্গিতে ন্যাংটা হেলে দোলে।
অসভ্যতা আনিছে ডাকি আগামীর বসূধা,
অনৈতিক সঙ্গমে মজিছে প্রজন্মের ক্ষুধা।
সবাই যেন ছুটিছে ডিজিটালের মহাউৎসব!
ভাইরালে ডুবিছে অনাগত সভ্যতার গীতিরব।
-------------------------------------------
২০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।