মনুষ্যত্ব ঘুমিয়ে আছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মনুষ্যত্ব ঘুমিয়ে আছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
বিবেক যখন নিদ্রামগন,মানব অন্ধকার!
কে বলেছে মানুষ তারে এই পৃথিবীর তর ?
মনুষ্যত্ব দিয়েছে ঘুম গভীর শয়নে,
তাইতো মুক্তি নাইরে জেগে এই ভুবনে।
মুক্তি মুক্তি হাক উঠেছে সকল কণ্ঠ সুরে,
জানি না সে কোথায় আছে কোন বহুদূরে!
এই ব্যদনা বুঝবে কে - কেহ নাইরে –
মনুষ্যত্ব ঘুমিয়ে আছে মানব পিঞ্জরে।
লোভ লালসা নিয়েছে কেড়ে সব অহংকার,
তাইতো মুক্তি নতশিরে অশ্রু নয়নভার।
---------------------------------------
,
২০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।