শুধু কি একটি পতাকার জন্য?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শুধু কি একটি পতাকার জন্য?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
কতক প্রশ্ন হৃদয়ে করিছে খেলা,
শুধু কি পতাকার জন্য উঠেছিলে যুদ্ধের ভেলা ?
স্বাধীনতা পেয়েছি, জনতার মুক্তি কোথায় ?
আজো ঢুকরে কাঁদে ন্যায় বিচার বাংলায়!
বৈষম্যের শীলা বৃষ্টি এখনো আঁচড়ে পড়ে,
এখনো কাল বৈশাখীর ঝড় দুমড়ে মুচড়ে।
অন্ন -বস্ত্র- বাসস্থান- চিকিৎসা লুটে যায়
কারা গণতন্ত্র বাঁধিয়া রাখিছে শুন্যতায়?
অফিসে নিলর্জ্জ ঘুষখোরেরা গর্দান ধরি
জুলুমের স্ট্রীম রোলার চালায় রঙ্গ করি।
শুধু কি একটি পতাকার জন্য এত রক্ত ক্ষরণ ?
কে দিবে এর উত্তর হে জাতির শ্রেষ্ঠ সন্তান ?
----------------------------------------
২০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।