ইবাদত কবুল কর হে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ইবাদত কবুল কর হে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
হে প্রভূ, সকল বাতিল হতে বাঁচাও উদার,
ইবাদতে আসে যেন তোমার নূর অন্তর !!
হে প্রভূ, মুক্তি রাহে রহম কর গোলামেরে
তোমারে চিনে যেন ডাকতে পারি নশ্বরে।

হে প্রভূ, শেখাও তুমি মুনাফিকের চেয়ে,
নীচতার আর কেউ নেই ইবাদতে যেয়ে।
এই লোক দেখানো ইবাদত নাহি যেন যপি,
নাহি যেন হই পাপী—

জানি হে প্রভূ, কর তুমি ক্ষমা- তুমি দয়াময়,
ক্ষমা নাহি তাগুদের -তবু ভয় ! তবু ভয় !
ইবাদত কবুল কর হে রহমের তর,
মুক্তি দিয়ো হে কঠিন হাশরের প্রান্তর।
----------------------------------------


২০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।