রাজনীতির কারনে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রাজনীতির কারনে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৪-২০২৪ ইং
*********************
বাগান হতে নিচ্ছে বিদায় জুঁই চ্যামিলী শেফালি,
পাঠশালায় নাই তো আর শিক্ষার কোন দিপালি!
রাজনীতি আর রাজনীতি শিক্ষাগুরুর নাইরে ঘুম!
সভাপতি করবে কারে এই নিয়ে বেজায় ধুম।

রহস্যে ঘেরা কমিটি স্কুলে স্কুলে শতদল,
সিন্ডিকেটের দৌরত্বে ধবংস জাতির শক্তিবল।
নাইরে শিক্ষা হেতায়, কীট পতঙ্গের শুভদিন !
বক্ষে কেবল রাজনীতি হয় না শিক্ষা কোনদিন।

সভাপতি নিজের হলে শিক্ষাগুরু হয় চাঙ্গা,
আজ দেখি পাঠশালায় নীতিহীনের চোখ রাঙা।
নীতি নাই, নীতি নাই স্কুল কলেজের প্রাঙ্গনে,
ছাত্র - ছাত্রীর বেহালদশা রাজনীতির কারনে।
------------------------------------------


২১-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।