প্রেমের প্রাণ মরিয়া কাঁদে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমের প্রাণ মরিয়া কাঁদে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
আপন রক্ত হারিয়েছে পথ হে বোন- ভাই !
কোথায় যে গিয়েছে বন্ধন খুঁজে না পাই !

আপনার স্বার্থে চলেগেছি দূর হতে বহুদূর,
সম্পর্কে করেছি ধ্বংস, করেছি চৌচির!
এই চোখে জল ঝরে না দুঃখ-শোক!
আত্মার প্রেম ছিন্ন করেছি ভূ-লোক।

যে সম্পর্কে ছিল আলো, ছিল সকলের তারা,
সে ভুলেগেছে রক্ত, ভুলেগেছ প্রাণ ধারা!
যে মধুর পরশছিল সংসার কূলে কূলে,
যে সুবাস ছিল এই পৃথিবীর ফুলে ফুলে।

আজ সেখানে বিরহ জ্বালার অশ্রু ঝরে !
প্রেমের প্রাণ মরিয়া কাঁদে মানবের তরে।
---------------------------------------


২৩-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।