মাকাল ফল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মাকাল ফল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
চৌদিকে চোরের খনি বাংলার কমল বনে!
আজকে দেখি লুটেরা উজ্জীবিত ক্ষণে ক্ষণে।
কেউ গণতন্ত্র পুড়ে, কেউ স্বধীনতা লুটে
কেউ রক্ত চুষে, কেউ ইতিহাস বিক্রি করে পথঘাটে!
কেউ অস্র উঁচিয়ে করে কোলাহল,
কেউ ছুটে যায় বেগমপাড়া দলবল।
কেউ দেখায় স্বৈরতন্ত্রের নির্দয় বাহুবল।
জনতাই শুধু অন্তঃসার শূন্য- মাকাল ফল ।
চৌদিকে চোরদের উত্তাপে আগুন জ্বলে,
কান্ডারীও উম্মাদ মত্ততে তরী নাচায় চঞ্চলে,
সোনার খনিতে সোনা নাই কেন? স্বপ্ন দেখ যদি!
মুক্তিযুদ্ধের চেতনায় অন্তর জাগাও নিরবধি!!
----------------------------------------
২৩-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।