খুব সুখে আছি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

খুব সুখে আছি
তোমাকে ভাবলে দুঃখ খুঁজে পাই না,
তোমাকে ভাবলে
সুখ হয় মনের ঠিকানা।

খু্ব সুখে আছি
তোমাকে ভাবলে আসে সুখ,
একমাত্র তুমি ঘুচে দাও
চিত্তের সকল দুঃখ।

খুব সুখে আছি
কোন কিছুর নেই কষ্ট,
তুমি ভাবনায় না থাকলে
সব কিছু যেন আড়ষ্ট।


২৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।