অভাগা বাঙ্গালী
- ফয়েজ উল্লাহ রবি ০৯-০৫-২০২৪

এই দেশ নয়তো কারো বাপের নয়তো কারো স্বামীর,
লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন দেশ কোটি বাঙ্গালীর।
এই দেশ সুর্যসেন শেরে বাংলার স্মৃতি বয়ে বেড়ায়,
মাওলানা ভাসানীর স্বপ্ন নিয়ে বিশ্বে সোজা হয়ে দাঁড়ায়।
অথচ আমরা ভুলে গেছি অতীতের নায়কদের?
পড়ে আছি নিজেদের নাম-ডাক ছড়াতে।
অভাগা বাঙ্গালী কাঁদবে অবশেষে।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১০ শ্রাবণ ১৪২৪, ২৫ জুলাই ২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।