চারকন্যা - (২৯৯৯)
- ফয়েজ উল্লাহ রবি

শোনো বলি খুকির কথা নাম যে তার আফরিন,
সারা দিনই ঘুরাঘুরি দুষ্টুমিতে কাটে দিন।
পড়তে বসো বললে যে তার চোখে আসে ঘুম,
তবুও মা আদর-সোহাগ কপালে দেয় চুম।

অন্য খুকি নয়তো দুখী নাম যে তার আফসান,
ঘর বাড়ী দোর এক করে সব সমান-সমান।
খাবার মুখে বসেই থাকে স্বাস্থ্য হয় অবনতি,
সারাটা দিন মার খেয়ে যায় কি হবে তার গতি।

চঞ্চলও তার স্বভাব যেনো করছে আলো আফনান,
চোখে মুখে ভঙ্গিমাতেই ফুটুক আত্ম অভিমান।
মিষ্টি হাসি দৃষ্টি কাড়ে শীতল করে প্রাণ,
সবাই সমান সবার প্রিয় নেই কোনো ব্যবধান।

ছোট্ট খুকি সবার ছোট নাম রেখেছি আয়াত,
কাব্য যেনো রুবাই-য়াত সে রইল সবার দাওয়াত।
করতে দোয়া আশীর্বাদে হয়না যেনো কমি,
চারকন্যাই আমার কাছে সব চেয়ে বেশি দামী।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
০২ বৈশাখ ১৪৩১, ১৫ এপ্রিল ২০২৪


২৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।