খুঁজবো তোমায় - (৩০০০)
- ফয়েজ উল্লাহ রবি
নীলফামারী লালমনিরহাট ঘুরছি কতো দিন কিবা রাত,
তোমার খোঁজে রংপুরে আজ পাবো কি গেলে বাগেরহাট?
নাটোর নওগাঁ ঘুরছি রাজ বাড়ী আর ফরিদপুর কিশোরগঞ্জ,
মাদারীপুর হয়নি যাওয়া - যাওনি তুমি গোপালগঞ্জ।
নেত্রকোণা সাতক্ষীরা আর মাগুরা, কুড়িগ্রাম,
বরগুনা আর চাঁদপুর ঘুরে যাবো যে কাল চট্টগ্রাম।
খুঁজবো তোমায় সারা বাংলা গ্রাম শহর আর মহল্লা,
যতোদিন না পাই গো তোমায় চলবে যে এই হল্লা।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
০২ বৈশাখ ১৪৩১, ১৫ এপ্রিল ২০২৪
২৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।