এই বুক ওঠে কেঁপে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এই বুক ওঠে কেঁপে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং
*********************
প্রায়ই শুনি কথা শুনে না ছেলে-মেয়ে,
বড় দুষ্ট বেদয়াদব যেন অসুরের ছায়ে!
এখানে ওদের কি দোষ ? আমি বলি যে
যেমন দিয়েছো আলো তেমন ত্যাজে!
সে আজ সাজে দিবা কিংবা সাঁঝে-
এখন কেন তব নত শির লাজে ?
এই বুক ওঠে কেঁপে ধর ধর- মুখ চেয়ে
নরক অনল পুড়ে আধুনিক ছেলে- মেয়ে !
শিক্ষার কোন আলো নেই প্রাণে প্রাণে,
কি শিক্ষা দিচ্ছি ঘরে কিংবা বিদ্যাঙ্গনে ?
শুধু তাগুদের শিক্ষাই দিয়ে যাচ্ছি যেন
নীতি নৈতিকতার শিক্ষা কোথাও নাই হেন!
আলোহীন শিক্ষায় সন্তানেরা দিশেহারা,
জাতির ভুলে নবীণ শক্তিরা পথহারা।
---------------------------------------
২৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।