কয়েক টুকরো দুঃখ
- ফয়েজ উল্লাহ রবি

যার জন্য তোর কাঁদে যে মন সে কি মনে রাখে?
ভুলেও সে রাখে না তো তোরে তার জীবন বাঁকে।

যদি না আর ফিরে আসি ভুলে যেও বাসি,
নতুন করে সাজাও জীবন হাসো খুশির হাসি।

মনের দুঃখে সুর দিয়েছি কান্নার কথা মালা,
বিরহের ঐ বাজছে যে গান মধুর গীতিমালা।

তুমি আমার ভালোবাসা সারা মনে তুমি।
কেমন করে তোমায় ভুলি ছবি আঁকার তুলি।

প্রতি বছর আসে যে ঈদ নিয়ে খুশির বান,
ধনী-গরীব এক কাতারে হউক সবাই সমান।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১০ শ্রাবণ ১৪২৪, ২৫ জুলাই ২০১৭


২৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।