তুই এখন যৌবনহীনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তুই এখন যৌবনহীনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩০-০৪-২০২৪ ইং
*********************
যৌবন দেখাতে অঝোর কাঁদলি হে পাহাড়!
অশ্রু জলে বয়ে গেলি আঁকা বাঁকা নিরন্তর।
বুকে চিরে দিয়ে গেলি সফেদ সফেন,
মেতে উঠলি অথৈ জলে গোপন আলাপন।
আপন কূল ভেঙ্গে ভেঙ্গে করেগেলি কলতান।
কীট পতঙ্গের সহিত গাইলি রোমাঞ্চের গান!
তোর বুকে ভাসালি কত মাঝির তরী,
ঝল ঝল ঝিলিক দিলি দিন রাত্রি ভরী।
ফুলগুলো বিলিয়ে দিলি উথরোল স্রোতে
নগ্ন যৌবন দেখালি পৃথিবীর পথে পথে ।
আজ নদীর জল শুকিয়ে ধুঁ ধুঁ বালু চর !
কেউ ফিরে আসে না নগ্নতায় কোন প্রহর।
তুই এখন যৌবনহীনা নদীর বুকে চৌচির,
তোর দিকে নাই কোন কামনার কদর।
৩০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।