যে প্রণয় নিষিদ্ধ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যে প্রণয় নিষিদ্ধ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩০-০৪-২০২৪ ইং
*********************
এই দেহ হৃদয় কারে করিয়াছো দান,
কোথায় লুটিয়েছো আপনার গুপ্তধন?

লজ্জাস্থান দিয়েছো খুলে নিভৃত কোণে,
আবেগী ভালবাসার উথরোল কলতানে।
কভূ ফিরে দেখনি আপনার পানে,
কারে বন্ধু করেছো নবীণ যৌবনে ?

যৌবন তরঙ্গে কারে দিয়েছো জল রাশি !
কোথায় প্রণয় তরী ছেড়েছো গোপনে আসি?
এ কেমন প্রেম! এ কেমন অসভ্য পরিহাস?
অবৈধ তবু দু’জনা একত্রে করো বসবাস !

ওহে, এই দেহ হৃদয় কারে করিয়াছো দান,
যে প্রণয় নিষিদ্ধ তারে করো কেন আহ্বান ?
-----------------------------------------


৩০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।