অ. তে #অমরত্ব
- ফয়েজ উল্লাহ রবি
অলি এসে ফুলের কানে মিষ্টি করে কয়,
অল্প দিনের এই যে জীবন সব কিছু কি হয়?
অতি চাওয়ার মূল্য দিতে কাটে জীবন ময়,
অধিক পাওয়ার ইচ্ছেরা তো হয় না মধুময়।
অমর হওয়ার এই ভরসা সত্যি হবার নয়,
অন্তত কাল কেউ বাঁচে না জীবন মৃত্যু ময়।
অতি চাইলে ক্ষতি মিলে অধিক ভালো নয়,
অসীম আকাশ ধরতে গিয়ে মনের পরাজয়।
অসাবধানে ঘটবে আপদ সাহস বিপদ জয়,
অপার শক্তি ইচ্ছে বলে জিতবে বিশ্বময়।
অগ্নি বীণায় প্রেমের বাঁশি কাঁদে শ্যাম-রাধা,
অসুর আঘাত ভাঙ্গে না প্রেম আজন্ম রয় বাঁধা।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
০৮ শ্রাবণ ১৪২৪, ২৩ জুলাই ২০১৭
৩০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।