খ.তে #খবর হয়নি জানা
- ফয়েজ উল্লাহ রবি
‘খুব জানতে ইচ্ছে করে’ তুমি কি রেখেছো আমায় মনে?
খারাপ স্বপ্নগুলো ঘুমাতে দেয় না জেগে রাখে সঙ্গোপনে।
খাম খেয়ালে মনের ভুলে হয়নি জানা তোমার খবর,
খাম হলুদে নামের ভুলে দেইনি চিঠি তোমার বরাবর।
খাটো করে দেখবে কিনা? ভালোবাসার পারদ,
খাঁটি কথা সোনার মতো মনটা টাটকা বারুদ।
খাল কেটে আর কুমির আনার দরকার তো আর নেই
খনন লেগেই থাকে সারা বছর মনে জমিনে সেই!
খেয়া দুঃখের তোমার দেয়া কাঁদায় সারা রাত,
খেত ছিলো কি অনাবাদী? হয়নি তাই প্রভাত।
খেটেই গেলাম সারা জীবন মিললো না তার ফল,
খটকা লাগে তাই; এই জীবন কি হবেই বিফল?
সোমবার, দাম্মাম, সৌদিআরব
০৯ শ্রাবণ ১৪২৪, ২৪ জুলাই ২০১৭
৩০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।