ট.তে #টাকা
- ফয়েজ উল্লাহ রবি
টাকার কাছে বন্দি মানুষ টাকা ছাড়া নেই কিছু,
টুটুল রফিক সফিক বারিক সবাই নেয় টাকার পিছু।
টাল হয়ে বকে ওরা টাকাই সেরা জগত জুড়ে,
টান ভুলে যায় মান অভিমান অবশেষে মন পোড়ে।
টনক নড়ে স্বপ্ন ভাঙ্গে টাকায় যখন প্রেম না মিলে,
টুনটুনি ও ঘর বাঁধে আর বাবুই ভিজে বৃষ্টি জলে।
টাকার কাছে বন্দি সবাই টাকার পূজা ই করে,
টানাটানি যতোই চলুক টাকার বাজী ধরে।
টপিক যেটাই থাকুক যেনো তর্ক কি আর থামে?
টাটকা কথাও বাসি যে হয় মন্দ শুধুই নামে।
টালিখাতার যোগ ফলে সব বিয়োগ ফলে শূন্য,
টানা দশ দিন যদি কাঁদো তবু তো অপূর্ণ।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১০ শ্রাবণ ১৪২৪, ২৫ জুলাই ২০১৭
০১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।