ম.তে #মানুষ
- ফয়েজ উল্লাহ রবি
মানুষের এই পৃথিবীতে খুঁজেছি মানুষ কতো?
মনের সুখ পেতে ঘুরেছি বৃথা যতো।
মন্দ ভালো যাচিয়া মন কেঁদেছে চোখের জলে শত।
মানতে যে মন চায় না কিছু মানুষ যে নেই মানুষের মতো।
মন কাঁদে তাই মনের উপর জোর দিতে ব্যাকুল
মনে মনে চাইছ যারে তার সন্ধানে আকুল।
মেহেদি পাতা সবুজ ভেতর রং টা যে তার রক্ত লাল,
মুহূর্তেই ভুলে যাবে বুকে ব্যথা মিশে যাও তাল।
মায়াবী ঐ চোখের তারায় রোজ এই মন হারায়
মাধুরী তার হৃদয় মেখে গৌধুলীতে খুঁজছে তার আনমনে
মানব মনের মাধুর্য মেখে যে তার সঙ্গোপনে
মানবী না অপ্সরা সে স্বর্গের ও হুর কাটুক জীবন তার সঙ্গে।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
১১ শ্রাবণ ১৪২৪, ২৬ জুলাই ২০১৭
০১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।