ত.তে #তুমিময়
- ফয়েজ উল্লাহ রবি

তুমি যদি আকাশ ধরো মাটি ধরি আমি,
তোমার সাথে উঠতে পারি আবার নিচে নামি।
তেমন করে বাঁধতে পারি যেমন করে ছাড়ি,
তবু তোমার মনের ঘরেই গড়ি আমার বাড়ী।
তুমি কি আর আমার মতো পারবে বাসতে ভালো?
তাল তুলে গান সুরের মূর্ছনা সুখের যাদু ঢালো।
তুলনাহীন তোমার বুকে আমায় যদি না রাখো?
তেপান্তরের গৌধুলী ক্ষণ একা একাই থাকো।
তারপরও তো আসবো আমি ভুবন তোমার রাঙ্গাতে,
তুলসী পাতায় রস মাখিয়ে তোমায় সুস্থ সাজাতে।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১২ শ্রাবণ ১৪২৪, ২৭ জুলাই ২০১৭


০১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।