নৈতিক শিক্ষার শুন্যতায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নৈতিক শিক্ষার শুন্যতায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
নৈতিক শিক্ষার শুন্যতায় মনুষ্যত্ত্ব মরিছে হায়!
আদব কায়দা এখন কোথাও খুঁজে না পায় ।
তরুণ তরুণী ছুটিছে নগ্ন ডানা ছড়ায়,
গাঁজা - মদ -ইয়াবা- আফিমে পথ হারায়।
নৈতিক শিক্ষার শুন্যতায় একি এল বায়!
বুকে এত জ্বালা কেউ নাহি ফিরে চায়।
অনৈতিকতা শরাবের মতো নেশা,
ঠিক যেন তাগুদের মল মেশা ।
নবীণ প্রজন্মের সাদা মুখে কলো পিক,
যেন পাগলের মতো ন্যাংটা ছুটিছে চৌদিক!
বিষাক্ত সর্পের দংশন মুখে সাপুরের খেলা,
মনুষ্যত্বকে হত্যা করিছে অনৈতিক ভেলা।
----------------------------------------
০১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।