স.তে #সঙ্গোপনে
- ফয়েজ উল্লাহ রবি
সঙ্গোপনে যাপিত দিন অযাচিত পাগল এই মন,
সঙ্গম পেলেই ভুলে যে যায় নিজ পরিচয় আপন।
সাথী হারা পাগল পাড়া আকুল এই মন কাঁদা,
সাহসী বুক দুরু-দুরু পেলে সামান্য বাধা।
সাগর নদী আকাশ-বাতাস সাক্ষী প্রেমের প্রতিজ্ঞা
সব ভুলে যায় লোভের টানে প্রেমের করে অবজ্ঞা।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১২ শ্রাবণ ১৪২৪, ২৭ জুলাই ২০১৭
০১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।