য.তে #যখন আমি
- ফয়েজ উল্লাহ রবি
যতোই ভেবেছ ভুলেই যাবে রাখবে না আর মনে,
যাতনা দেয় মনের ঘরে যুদ্ধ চলে আপন সনে।
যত্ন করে হৃদয় মাজার সাজিয়ে রাখলাম যারে,
যদি বলো ভুলে যেতে পারবো না তো ভুলতে তারে।
যমের ভয়ে থামবো না তো যাবো না তো ভুলে,
যথেষ্ট এই চল-চাতুরী আমার সাথে কি চলে?
যতোই আঘাত করতে পারো রাখবো মনের ভেতর,
যতক্ষণ না মৃত্যু এসে শুধায় আমার অন্তর।
যাপিত এই জীবন আমার হবে সুখের বাগান,
যদি তুমি হাত ধরে হাত তবেই প্রেমের জয়গান।
যোজন দূরে যদিও সে বসত আমার মনে,
যতোই বাধা আসুক খুঁজবো তাকে জনে-জনে।
যথার্থ সব বলে না লোক থাকে মিথ্যে ধরে,
যেদিন আকাশ মাটি মিশে যাবো সবাই মরে।
যখন আমি ছেড়ে যাবো এই পৃথিবীর মায়া,
যেমন আছো থেকো পাশে হয়ে আমার ছায়া।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১২ শ্রাবণ ১৪২৪, ২৭ জুলাই ২০১৭
০১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।