শ্রমিক বার মাস
- আলমগীর সরকার লিটন ১৭-০৫-২০২৪

দেহ ঘামের নুনটা যেনো
শ্রমের গন্ধ মাখা আতর!
যার মূল্য শুধু শ্রম দিবস
হয় না লাল স্যালুটে খোলস;
শ্রমের ঘামে যে রক্ত দেখি
পাঁজর টন টন তীব্র কাশি-
শ্রমিক ছাড়া হয় না বাজি
বছর ঘুরায় আর কত বাঁকি
দুই দেহতে শ্রম দিয়ে ভরা
কে কার দেখে না হাঁসফাঁস;
তবু ভাই শ্রমিক বার মাস।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০২-০৫-২০২৪ ২২:০৯ মিঃ

বাহ্ খুব চমৎকার কাব্য লিখেছেন কবি ভাই
পাঠে মুগ্ধ হলাম।

আলমগীর সরকার লিটন
০৫-০৫-২০২৪ ১২:৩১ মিঃ

শ্রম দিবসের শুভেচ্ছা রইল
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন