প্রাণের নারী
- ফয়েজ উল্লাহ রবি

তোর হাতে এই হাত রেখে যে জীবন নদী দেবো পাড়ি,
চল না সখি দু’জন মিলে সাজাই ভালোবাসার বাড়ী।
তোর আর আমার দু’টি প্রাণে মিলবো এক মোহনায়,
মন মানে না উতল-পাতল জলেরই ঢেউ মন যমুনায়।
সাক্ষী রেখেই আকাশ-বাতাস সাক্ষী সাগর নদী,
বাঁধবো যে ঘর দু’জন মিলে পাশে থাকিস যদি।
তোরে যদি পাই যে আমি চাইনা তো আর গাড়ি-বাড়ী,
এক জীবনে আর কি যে চাই? তুই যে আমার প্রাণের নারী।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৩ শ্রাবণ ১৪২৪, ১৮ জুলাই ২০১৭


০২-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।